চীনকে বিপুল পরিমাণ তেল দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিল ইরান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৮:০৭ পিএম
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি : সংগৃহীত

ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন। ইতোমধ্যে সেগুলো ইরানে এসে পৌঁছেছে। 

মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

এক আরব কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, চীন থেকে সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইরান। যুদ্ধবিরতির পরই বেইজিং তেহরানে এগুলো পাঠানো শুরু করে। 

এক আরব কর্মকর্তা জানান, তেল দিয়ে এসব প্রতিরক্ষা ব্যবস্থার দাম দিচ্ছে ইরান। অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থার বদলে ইরানের কাছ থেকে তেল নিচ্ছে চীনারা।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্রের যেসব আরব মিত্র দেশ রয়েছে, তারা ইরান-চীনের এই সামরিক সহায়তা নিয়ে অবগত। এ ছাড়া ইরান যে চীনের সহায়তা পাচ্ছে, সেটি যুক্তরাষ্ট্রকেও জানিয়েছে তারা।

চীন থেকে ইরান কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে সেটি নিশ্চিত করে জানা যায়নি।

[117461] 

এর আগে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের অনেক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা ধ্বংস হয়।