চলতি বছর ঈদুল আজহা কবে পালিত হবে, তা নিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা দেশ সৌদি আরব সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ৬ জুন শুক্রবার হতে পারে এবারের ঈদুল আজহা। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বুধবার (৩০ এপ্রিল) সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায়, আমিরাত জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। যদি চাঁদ দেখা যায়, তবে ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং দশম দিনে, অর্থাৎ ৬ জুন ঈদুল আজহা উদযাপন হবে।
ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার অনুসারে ২০২৫ সালে ১০ জিলহজ পড়ছে ৬ জুন, যা ঈদুল আজহার দিন হিসেবে গণ্য হয়। এই হিসাব অনুযায়ী, ৫ জুন (বৃহস্পতিবার) আরাফার দিন হিসেবে পালিত হবে। তবে ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। সৌদি আরব ও অন্যান্য মুসলিম দেশের চাঁদ দেখা কমিটি সেই অনুযায়ী ঘোষণা দেবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাত সরকার ঈদ উপলক্ষে ছুটির ঘোষণা দিয়েছে। দেশটিতে ৫ জুন (আরাফা দিবস) থেকে শুরু করে ৬, ৭ ও ৮ জুন (ঈদের তিন দিন) পর্যন্ত চার দিনব্যাপী সার্বজনীন ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য প্রযোজ্য।