পাকিস্তানের ধাওয়া খেয়ে ভারতের ৪ যুদ্ধবিমান পালানোর পর বিমানবাহিনীর উপপ্রধানের যা হলো

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ২, ২০২৫, ১০:২৮ এএম
ভারতের রাফায়েল

কাশ্মীরে টহলরত চার রাফায়েল যুদ্ধবিমান পাকিস্তান বিমানবাহিনীর ধাওয়া খাওয়ার পর চাকরি হারিয়েছেন ভারতের বিমানবাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর ধরকার। বৃহস্পতিবার পাকিস্তান ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের জেএফ-১৭ জেটের বিপক্ষে ভারতীয় বিমানবাহিনী তাদের রাফায়েলগুলো ঠিকঠাক ব্যবহার করতে না পারায় ধরকারকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ভারতীয় অন্যতম গণমাধ্যম ‘ইয়ন টিভি’র অনলাইন ভার্সনে ধরকারের অবসরের কথা স্বীকার করা হয়েছে। রাফায়েল-ব্যর্থতার দায়ে গত ৩০ এপ্রিল তাৎক্ষণিক সিদ্ধান্তে ধরকারকে তার পদ থেকে সরিয়ে দেয় ভারত সরকার।

২২ এপ্রিল পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। গত ৩০ এপ্রিল ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) ৪টি রাফায়েল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে ‘টহল’ দিতে দেখা গেছে। এরপর পিএএফের বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলো দেখতে পায়। পিএএফের কঠোর পদক্ষেপের ফলে, ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয়।

পাকিস্তান বিমানবাহিনীর ফাইটার জেট

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান, পিএএফ জেটগুলো তাদের টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলোকে শনাক্ত করে, ফলে রাফায়েল জেটগুলো বিভ্রান্তি এবং তাড়াহুড়ো করে পিছু হটে।

পাকিস্তানের বিরুদ্ধে রাফায়েল জেটের এ ব্যর্থতার ফলে ভারতের বিমানবাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগের সাত মাসের মাথায় পদ থেকে ধরকারকে অবসরের নামে অপসারণ করেছে দেশটি।