ঢাকাই ছবির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নতুন বছর শুরু করেছেন কাজ ও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভাগাভাগির মধ্য দিয়ে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন—কাজের আপডেটের পাশাপাশি দিনযাপনের নানা ছবি-ভিডিও পোস্ট করেন।
আজ (৩০ জানুয়ারি ২০২৬) দুপুরে মিম তাঁর ফেসবুকে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন। প্রকাশিত ছবিগুলোতে তাঁকে শাড়িতে দেখা গেছে, যা ইতিমধ্যে তাঁর অনুসারীদের নজর কেড়েছে।
এসব ছবিতে অনুসারীদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো—অনেকেই ছবিগুলো পছন্দ করেছেন এবং মন্তব্যে শুভকামনা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ের এ পোস্টগুলো দেখে নতুন বছরের শুরুতে মিমের ব্যস্ততা ও পরিকল্পনা নিয়ে ভক্তদের আগ্রহও বেড়েছে।
ক্যারিয়ারের দিক থেকে মিমের জন্য ২০২২ সাল ছিল উল্লেখযোগ্য; ওই বছর তাঁর অভিনীত ‘পরাণ’ ও ‘দামাল’ মুক্তি পায়। তবে এরপর তিনি কিছুদিন বড় পর্দায় অনুপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে বিরতি ভেঙে মিমকে আবার বড় পর্দায় দেখা যাবে। তিনি আলভী আহমেদের ‘জীবন অপেরা’ ছবিতে দেখা দেবেন, যেখানে শরীফুল রাজের সঙ্গে তাঁর জুটির প্রত্যাবর্তনের কথাও বলা হয়েছে।
এ ছাড়া মিম অভিনয় করেছেন সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ ছবিতেও, যেখানে তাঁর সহশিল্পী হিসেবে আছেন আরিফিন শুভ। একই সঙ্গে প্রথমবারের মতো তিনি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র একটি অরিজিনাল ফিল্মেও চুক্তিবদ্ধ হয়েছেন—এবার তাঁকে গ্ল্যামারের চেনা ছক ভেঙে ভিন্ন চরিত্রে দেখা যাবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
কাজের বাইরে ঘোরাঘুরি করতেও পছন্দ করেন মিম—এবং নতুন বছরে তাঁর পরিকল্পনায় ইউরোপ ভ্রমণের কথাও উঠে এসেছে। নতুন বছরের শুরুতে সামাজিক মাধ্যমে সরব থাকা, নতুন কাজের খবর, আর ভ্রমণের পরিকল্পনা—সব মিলিয়ে ২০২৬ সালকে ঘিরে মিমকে নিয়ে দর্শক-ভক্তদের প্রত্যাশা তৈরি হচ্ছে।