হিন্দুধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১২:০১ পিএম

হিন্দুধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় এ মামলা রুজু করা হয়।

বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, কর্নাটকের দেবী চামুণ্ডাদেবীর প্রতি অবমাননাকর মন্তব্য করে রণবীর সিং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

আইনজীবী প্রশান্ত মেথালের অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে রণবীর সিং একটি মন্তব্য করেন, যা আপত্তিকর। ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ সিনেমার একটি দৃশ্যে চামুণ্ডাদেবীর আবির্ভাবের অনুকরণ করতে গিয়ে তিনি দেবীকে ‘নারী ভূত’ বলে উল্লেখ করেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, চামুণ্ডাদেবী কর্নাটকের উপকূলীয় অঞ্চলে পূজিত এক সম্মানিত রক্ষাকর্ত্রী দেবী, যিনি ঐশী নারীশক্তির প্রতীক। তাঁকে ভূত হিসেবে উপস্থাপন করা ধর্মীয় বিশ্বাসের গুরুতর বিকৃতি এবং এতে ভক্তদের অনুভূতিতে আঘাত লেগেছে।

মামলাটি বেঙ্গালুরুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আগামী ৮ এপ্রিল এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর একই আইনজীবী বেঙ্গালুরুর অতিরিক্ত বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন। চলতি বছরের ২৩ জানুয়ারি আদালত ভারতীয় ন্যায় সংহিতার ১৭৫ ধারা (উপধারা ৩) অনুযায়ী হাই গ্রাউন্ডস থানাকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশের পর আজ আনুষ্ঠানিকভাবে এফআইআর রুজু করা হয়।