আপনি জিতে গেছেন হাদি : ইরফান সাজ্জাদ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৫:৪৯ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হারিয়ে শোকাচ্ছন্ন দেশ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়েছে। 

এদিকে শহীদ হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। হাদির দাফন সম্পন্ন হওয়ার পর ফেসবুকে ইরফান সাজ্জাদ লেখেন, ‘আপনি জিতে গেছেন হাদি। বলেছিলেন সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান, তাহলে সেটাই আলহামদুলিল্লাহ। আর আজ লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে।’

ইরফানের কথায়, ‘বছরের পর বছর রাজনীতি করা কোন রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি মরে গেলে এর ধারে কাছে মানুষ আপনার জানাজায় আসবে বা আপনাকে মনে রাখবে?’

ইরফান সাজ্জাদ তার পোস্টে হাদির ত্যাগ ও আদর্শকে সম্মান জানিয়ে বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের অধিকার আর দেশের কল্যাণের জন্য। তিনি হাদির বিজয়ের কথা উল্লেখ করে লেখেন, ‘আবার বলি, আপনি জিতে গেছেন হাদি। দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।’

উল্লেখ্য, ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শুরু করেন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’। প্রতিষ্ঠা করেন ইনকিলাব কালচারাল সেন্টার। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।