‘আগে প্রেমিকের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:৫৪ পিএম

কলকাতার ব্যস্ত টলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দু অভিনেত্রী সৌরসেনী মৈত্র। শীতের আগমনী বার্তায় নিজের ব্যক্তিগত জীবনের একটি মজাদার মন্তব্য করেই নতুন করে চর্চায় চলে এসেছেন তিনি।

গত শীত পর্যন্ত প্রেমে মাখামাখি সময় কাটালেও, এ বছর নাকি ‘সিঙ্গেল সিজন’ চলছে তার—এমন ইঙ্গিতই মিলেছে অভিনেত্রীর সাম্প্রতিক মন্তব্যে।

ব্যবসায়ী নিখিল জৈনের প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। বছর শুরুর দিকেই সৌরসেনী প্রকাশ্যে স্বীকার করেছিলেন, দুজন সম্পর্কে আছেন।

সম্প্রতি এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সৌরসেনী বলেন,

“শীত আসছে, একটা জিনিস খুব মিস করব। আগে বয়ফ্রেন্ডের হুডি চুরি করে পরতাম। এবার আর পারব না। মনে হচ্ছে নিজেকেই একটা হুডি কিনতে হবে।”

অভিনেত্রীর এই ‘হুডি মন্তব্য’ শোনা মাত্রই ভক্তদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন—তবে কি সৌরসেনী ও নিখিলের সম্পর্ক ভাঙলো?
যদিও এ বিষয়ে এখনো কারো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, নিখিল জৈন হলেন টলিউড নায়িকা নুসরাত জাহানের সাবেক স্বামী। নুসরাতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই মিডিয়ায় জোর গুঞ্জন ছিল—সৌরসেনীর সঙ্গেই নাকি তিনি সম্পর্কে আবদ্ধ। সাম্প্রতিক মন্তব্যে সেই গুঞ্জন আবারও তীব্র হয়েছে।

ব্যক্তিগত জীবন যতই আলোচনায় থাকুক, পেশাগত জীবনে দারুণ সময় পার করছেন সৌরসেনী।
তিনি ইতোমধ্যে বলিউডে পা রেখেছেন মনীষ মালহোত্রার প্রযোজনা সংস্থার ছবি দিয়ে।

টিসকা চোপড়া পরিচালিত ‘শালি মোহাব্বাত’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, অনুরাগ কাশ্যপ, দিব্যেন্দু শর্মা ও অংশুমান পুষ্কর।