বিয়েবাড়িতে লজ্জায় পড়লেন শাহরুখ, এড়িয়ে গেলেন কনের আবদার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:১৫ পিএম

বিয়ে মানেই আনন্দ; আর সেখানে যদি হঠাৎ মঞ্চে বলিউড বাদশা শাহরুখ খান হাজির হন, তবে অতিথিদের উন্মাদনা বেড়ে যাওয়াটা স্বাভাবিক। সম্প্রতি এক ঝলমলে বিয়েবাড়িতে তেমনই এক মুহূর্ত তৈরি হলো, যখন শাহরুখকে সামনে পেয়ে কনে করে বসলেন এক লাজুক আবদার; আর সেই আবদার ঘিরেই তৈরি হয়েছে তুমুল আলোচনা। 

ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, ভরা বিয়েবাড়ির মঞ্চে কনের হাত ধরে দাঁড়িয়ে আছেন বলিউড কিং। এমন সময় লাজুক ভঙ্গিতে কনে শাহরুখকে অনুরোধ করেন, তামাকজাত দ্রব্যের একটি বিজ্ঞাপনের জনপ্রিয় ট্যাগলাইন ‘একবার বলুন যুবা কেশরী’ বলার জন্য।

কনের এমন অনুরোধ শুনে মুহূর্তেই পরিবেশ হালকা করে দেন শাহরুখ। তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে হাসেন, খানিকটা লজ্জাও পান; কিন্তু কনের আবদার রাখেননি। উল্টো মজা করে জবাব দেন, “একবার ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করলে সে আর পিছু ছাড়ে না। গুটখাওয়ালারাও না। প্রতিবার যখন বলি, তখন আমি নিই। বাবাকেও বলে দিও।” বাদশার এই কৌশলী জবাবে মঞ্চের সবাই উচ্চস্বরে হেসে ওঠেন।

তবে ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনুরাগীরা বাদশার বিচক্ষণতার প্রশংসা করেছেন। তাদের যুক্তি, যে বিজ্ঞাপন অতীতে নানা জটিলতা তৈরি করেছিল, সেই ট্যাগলাইন জনসমক্ষে বলা থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ। একজন অনুরাগী লিখেছেন, ‘কনে নাচ করতেই বলতে পারতেন, কিন্তু তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের ট্যাগলাইন বলার অনুরোধটি ঠিক ছিল না।’