‘সিয়ামের সঙ্গে অভিনয়ের বিষয়ে কোনো কথা হয়নি’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:৫১ পিএম

টলিউডের তরুণ অভিনেত্রী ইধিকা পাল ‘প্রিয়তমা’ দিয়ে ঢালিউডে অভিষেকের পর দুই বাংলায় সমানভাবে আলোচনায়। শাকিব খানের বিপরীতে প্রথম সিনেমায় অভিনয় করে রীতিমতো উথাল–পাতাল ঝড় তুলেন। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, সিয়াম আহমেদের সঙ্গে ‘রাক্ষস’ সিনেমায় জুটি বাঁধবেন ইধিকা পাল।  

তবে ইধিকা নিজেই এই গুঞ্জনে চুনকালি লাগিয়েছেন। ভারতীয় একটি গণমাধ্যমে স্পষ্টভাবে তিনি বলেন, “কীভাবে এই খবর ছড়াল তা জানি না। আমার কানেও এসেছে। কিন্তু সিয়ামের বিপরীতে অভিনয়ের কোনো কথা হয়নি আমার সঙ্গে। কোনো প্রস্তাবও পাইনি।” 

এদিকে ‘রাক্ষস’ সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, নির্মাতারা চোখ রেখেছেন কলকাতার উদীয়মান অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির দিকে। সৃজিত মুখার্জির প্রেমিকা হিসেবে আলোচিত এই নায়িকার সঙ্গে নাকি নির্মাতাদের কথা এগোচ্ছে। ব্যাটে–বলে মিললে সিয়ামের বিপরীতে তাকেই দেখা যেতে পারে। 

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় প্রথমে সিয়ামের বিপরীতে অভিনয় করার কথা ছিল সাবিলা নূরের। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়ালে নতুন নায়িকা খোঁজার যাত্রা শুরু হয়। সেই পথেই ইধিকার নাম ঘুরে বেড়ালেও শেষ পর্যন্ত বিষয়টি ‘শুধুই গুঞ্জন’ বলেই জানিয়ে দিলেন নায়িকা। চলচ্চিত্র–সংশ্লিষ্টদের বক্তব্য, সব ঠিক থাকলে ডিসেম্বর থেকেই শুরু হবে ‘রাক্ষস’ সিনেমার শুটিং।