কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে বেশ অনেক বছর ধরেই রাজস্থানের আদালত চত্বরে হাজিরা দিতে হয়েছে সালমান খানকে। এবার ফের বিপাকে পড়েছেন অভিনেতা, সেই রাজস্থান থেকে তার নামে এল নতুন অভিযোগ।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা একটি পান মশলা ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর সালমান খানকে আইনি তদন্তের মুখোমুখি হতে হবে। কোটা ক্রেতা সুরক্ষা আদালতে এই আবেদনের পরিপ্রেক্ষিতে অভিনেতার বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়, যেখানে অভিযোগ করা হয়েছে তার অনুমোদিত পানমশলার এই বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্ত করছে।
বিজেপি নেতা এবং রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি একটি নামী পানমশালার বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে অভিযোগটি দায়ের করেছেন।
তিনি দাবি করেছেন যে, সংস্থার সঙ্গে মিলিত হয়ে পানমশলায় কেশর দেওয়া আছে বলে সালমান যে প্রচার করছেন তা ভুল।
অভিযোগ পত্রে আবেদনকারী উল্লেখ করেন যে, কেশরের দাম প্রতি কেজিতে প্রায় ৪ লাখ রুপি। সেই উপাদান এই ৫ টাকার দামের পণ্যের মধ্যে থাকাটা অসম্ভব।
কোটা ক্রেতা সুরক্ষা আদালত সলমন এবং উৎপাদনকারী সংস্থার কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছে।
এই মামলার পরবর্তী শুনানির দিন ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।