কিছুদিন আগেই অনেকটা গোপনে বাগদান সেরেছেন দক্ষিণের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বেশ কয়েক বছর ধরেই তার প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। অবশেষে সম্পর্কে আরো এক ধাপ এগিয়ে গেলেন।
সম্প্রতি জগপতি বাবুর জি ৫ টক শো-তে হাজির হয়েছিলেন রাশমিকা।
সেখানে তিনি তার আসন্ন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর প্রচার করেছেন। তবে অন্তর্জালে আসা প্রমোতে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে অভিনেত্রীর অনামিকার হীরার আংটি।
এদিন বিজয় জগপতির শোতে লালরঙা প্রিন্টেড সালোয়ার স্যুট পরে হাজির হন অভিনেত্রী। আংটি সম্পর্কে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হলে যেন লজ্জায় লাল হয়ে যান রাশমিকা।
আংটিটি সবার দৃষ্টি আকর্ষণ করে ফ্যানদের অভিবাদন জানানোর জন্য তিনি তার ট্রেডমার্ক পোজ দেন, হাত দিয়ে হৃদয় বানানোর। বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে রাশমিকার সঙ্গে খুনসুটি করতে ছাড়েননি সঞ্চালক। রাশমিকার জীবন বিজয়ময় বলেই ফেললেন বিজয় জগপতি।
তিনি বলেন, ‘বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে (আপনার) বন্ধুত্ব।
বিজয় সেতুপতির ভক্ত। এবং থালাপতি বিজয়, সর্বকালের ভক্ত। সুতরাং আপনি জীবনে বিজয় (সাফল্য) এবং বিজয়ের মালিক, আমার ধারণা।’ এমনকি তিনি এর পরে শ্রোতাদের দিকে তাকিয়ে চোখ মেরেছিলেন। এসব শুনে রাশমিকার ঠোঁটের কোণায় লাজুক হাসি থামেনি।
উপস্থাপক এরপর অভিনেত্রীর আঙুলে জ্বলজ্বল করা আংটি নিয়ে প্রশ্ন রাখেন। তাকে জিজ্ঞাসা করলেন, ‘তাহলে এই আংটিগুলো কি সংবেদনশীল নাকি...?’
নায়িকা হাসিমুখে বলেন, ‘এগুলো খুবই গুরুত্বপূর্ণ আংটি।’ তারপরে সঞ্চালক আরো বলেন, ‘আমি নিশ্চিত যে, এই আংটিগুলোর মধ্যে একটি আপনার প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাস রয়েছে।’ রাশমিকা লজ্জা না পেয়ে থাকতে পারেননি, তিনি বলেন, ‘আমি এটি উপভোগ করছি।’
রাশমিকার বাগদানের আংটির দাম কত?
রাশমিকার বাগদানের আংটির দাম এখনো জনসমক্ষে আনা হয়নি। তবে জুয়েলারি ডিজাইনার তথা সমাজ মাধ্যম প্রভাবী ধ্রুমিত মেরুলিয়া এই আংটির দাম কত হতে পারে তার একটি আভাস দিয়েছেন।
তিনি জানান, রাশমিকার হাতের এই আংটি ১.৫ ক্যারেট হীরার। গোলাকৃতি হীরাটিতে রয়েছে ফ্লাশ সেটিং। তার মতে, এই আংটির দাম কমপক্ষে ২২ লাখ ৮৮ হাজার রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখেরও বেশি।
প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরে হায়দরাবাদে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বাগদান সেরেছেন রাশমিকা এবং বিজয়। যদিও এই দম্পতি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। বিজয়ের টিম নিশ্চিত করেছে যে, এই দম্পতি আংটি বদল সেরেছেন।
আরো জানা গেছে, তারা ২০২৬-এর ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধবেন। গীতা গোবিন্দম, ডিয়ার কমরেড-এ এক সঙ্গে অভিনয় করার পর থেকে দুজনের প্রেমের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। দীর্ঘ ৭ বছর পর প্রেমের পর সাত পাক ঘোরার দোরগোড়ায় বিজয়-রাশমিকা।
সূত্র : হিন্দুস্তান টাইমস