বলিউড তারকা অমিতাভ বচ্চনের সহ-অভিনেতা প্রিয়াংশু ওরফে বাবু রবি সিং ছেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঝুন্ড’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল। হত্যার ঘটনায় জড়িতে থাকার অভিযোগে ঘটনায় নিহতের এক বন্ধু ধ্রুব সাহুকে আটক করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) ভোররাতে ভারতের নারা এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ভেতর এই খুনের ঘটনা ঘটে। হত্যার সময় অভিনেতার গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয় এবং পাথর দিয়ে মুখ থেতলে দেওয়া হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি।
মহারাষ্ট্রের জারিপাটকা থানার পুলিশ পরিদর্শক অরুণ ক্ষীরসাগর দেশটির গণমাধ্যমকে বলেন, ‘এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। তবে নিহতের বন্ধু ধ্রুব সাহুকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে শেষবার তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’
পুলিশের ভাষ্য, হত্যার শিকার হওয়ার আগে মদ্যপ অবস্থায় ছিলেন প্রিয়াংশু। জানা গেছে, প্রিয়াংশুর বন্ধু সাহুর বিরুদ্ধে জারিপাটকা থাকায় একাধিক মামলা রয়েছে। পুলিশের তথ্যমতে, প্রিয়াংশুর বিরুদ্ধেও ছোটখাটো অপরাধের রেকর্ড ছিল। ২০২২ সালে তিনি গয়না ও নগদ টাকার চুরি মামলায় গ্রেফতার হয়েছিলেন। সম্প্রতি সাহুর সঙ্গে তার আর্থিক বিরোধ চলছিল।