সাবিনা ইয়াসমীনের চাওয়া

‘সরকার সুদৃষ্টি দেখালে শিল্পী ও তাদের পরিবার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্তে থাকতেন’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:৪৩ পিএম

দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন দেশের শিল্পীসমাজ ও রাষ্ট্রের প্রতি তার গভীর আক্ষেপ প্রকাশ করেছেন।

মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিও থেকে নতুন গান ‘অতীত গল্পগুলি’ রেকর্ড করার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে শিল্পীদের কদর কখনো ছিল না, এখনো নেই। যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তারা যদি গানবাজনা না বোঝেন, গানকে মূল্য না দেন, আমরা জোর করে কিছু করতে পারব না।’

সাবিনা ইয়াসমীন কিছু মাস অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন। তবে এবার তিনি আবার নিয়মিত গাইছেন। নতুন গানটি রচনা ও সুর করেছেন তরুণ সংগীত পরিচালক সম্রাট আহমেদ, আর কথার কল্পনা করেছেন ফারুক আনোয়ার। গানটি প্রকাশিত হবে এফ এ মিউজিকের ইউটিউব চ্যানেলে।

ভারতের উদাহরণ এবং বাংলাদেশের বাস্তবতা

সাবিনা ইয়াসমীন ভারতের উদাহরন টেনে বলেন, লতা মঙ্গেশকরের মতো শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে সম্মান করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান ভালোবাসেন, শিল্পীদের সম্মান দেন। কিন্তু আমাদের দেশে এ ধরনের কিছু নেই। অনেক বড় শিল্পী চলে গেছেন, তাদের গান সংরক্ষণও হয় না। ফরিদা পারভীন, সুবীর নন্দী, এন্ড্রু কিশোরদের মতো শিল্পীদের অবদান সংরক্ষণ করা হয়নি। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য।’

গানের রয়্যালটি নিয়ে আক্ষেপ

দেশবরেণ্য এই শিল্পী আরও বলেন, ‘অন্যান্য দেশে শিল্পীরা তাদের গানের রয়্যালটি পান। আমাদের দেশে এই ব্যবস্থা নেই। যদি সরকার সুদৃষ্টি দেখাত, শিল্পীরা ও তাদের পরিবার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্তে থাকতে পারতেন।’

তিনি যোগ করেন, ব্যক্তিগত আক্ষেপ না থাকলেও রাষ্ট্র যদি শিল্পীদের স্বীকৃতি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে দেশের গানবাজনা ও শিল্পীদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে থাকবে।