একাধিক সম্পর্কে ছিলেন কুমার শানু, অন্তঃসত্ত্বা স্ত্রীকে খেতেও দিতেন না

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৩:২২ পিএম

বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানুকে ঘিরে ফের উঠল বিতর্ক। তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, সংসার জীবনে তিনি ভয়াবহ মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে গর্ভাবস্থার সময় তাকে নানা অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।

রীতার দাবি, তৃতীয় সন্তানের সময় তিনি যথাযথ খাবার পেতেন না। পরিবারের সদস্যরা বাইরে গেলে রান্নাঘরে তালা দেওয়া হতো। বাধ্য হয়ে তিনি আত্মীয়ের রান্নাঘরে গিয়ে খাবার রান্না করতেন।

তার কথায়, আমি নিজেই চাল কিনে লুকিয়ে রাখতাম। পরে বৌদির রান্নাঘরে গিয়ে রান্না করতাম, তখনই খেতে পারতাম।

তিনি বলেন, সেই সময় নিয়মিত অপুষ্টিতে ভুগতেন এবং অসুস্থ হয়ে পড়তেন।

রীতার অভিযোগ, এই সময়ে কুমার শানুর একাধিক সম্পর্ক ছিল সংসারের বাইরে। ফলে সংসার টেকানো কঠিন হয়ে ওঠে। আদালতের দোরগোড়াতেও একাধিকবার যেতে হয় তাকে।

‘আশিকি’ ছবির সাফল্যের পর কুমার শানুর ক্যারিয়ারে আসে ব্যাপক পরিবর্তন। রীতার অভিযোগ, সাফল্যের আড়ালে স্বভাবেও বড় পরিবর্তন আসে গায়কের।

১৯৮৪ সালে বিয়ে হয়েছিল কুমার শানু ও রীতার। তাঁদের সংসারে জন্ম নেয় তিন সন্তান। তবে দীর্ঘ টানাপোড়েনের পর ১৯৯৪ সালে বিচ্ছেদ ঘটে এই দম্পতির।