ফারিণের এক হাতে ফুল আর অন্য হাতে রক্তমাখা কুড়াল, পোস্টারটি নকল!

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৪:৩৭ পিএম
‘ইনসাফ’ পোস্টোরে ফারিন। ছবি: সংগৃহীত

নকলের অভিযোগ উঠেছে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’ পোস্টার নিয়ে। রোববার (১১ মে) প্রকাশ্যে এসেছে ‘ইনসাফ’ সিনেমার প্রধান নারী চরিত্রে থাকা তাসনিয়া ফারিণের লুক।

প্রকাশিত পোস্টারে অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে রক্তমাখা কুড়াল দেখা গেছে। নির্মাতা সঞ্জয় সমদ্দার পোস্টারটি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই…।’ একই ক্যাপশনসহ এটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন ফারিণও।

ফারিণের এমন লুকের পোস্টার প্রকাশ্যে আসার পর নেটদুনিয়ায় আলোচনায় আসে আরও একটি পোস্টার। যা দেখে অবাক দর্শকরা। কারণ সেটিও একই রকম থিমে তৈরি, যা কিনা ‘কিল বকসুন’ নামের একটি দক্ষিণ কোরিয়ান সিনেমার পোস্টার।

দক্ষিণ কোরিয়ান সিনেমার পোস্টারের থিমের সঙ্গে ‘ইনসাফ’র পোস্টারটি প্রায় একইরকম বলে মন্তব্য করেছেন অনেকে। যেখানে অভিনেত্রী জিয়ন ডো ইয়নের এক হাতে কুড়াল, আরেক হাতে একটি সবজির থলে দেখা যায়। নেটিজেনরা বলছেন, এটি কপি (নকল) করা হয়েছে।

আবার কারো দাবি- ‘ইনসাফ’র পোস্টারটি অনুপ্রাণিত একটি পোস্টার। এ ধরনের পোস্টার ডিজাইন অনেক সময় কাকতালীয়ভাবেও মিলতে পারে, আবার কখনও শিল্পী বা ডিজাইনাররা পুরোনো কাজ থেকে অনুপ্রেরণা নিতে পারেন। তবে এ বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

আসন্ন ঈদুল আজহায় ‘ইনসাফ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। যেখানে শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ভিলেন হিসেবে দেখা মিলবে অভিনেতা মোশাররফ করিমের।