প্রেম করছেন, বিয়ে কখন, জানালেন জয়া

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২৫, ০২:০২ পিএম
জয়া আহসান

অভিনেত্রী হিসেবে জয়া আহসানের দুই দশকের বেশি সময়ের পথচলা। শুরুতে নাটকে অভিনয় করে তিনি পরিচিতি পান। পরে সিনেমায় অভিনয় শুরু করেন। নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ দিয়ে নাম লেখান বড় পর্দায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ভারতেও তার এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার। ৫০ পার হলেও বয়স যেন এখনো ২৫-এ দাঁড়িয়ে। দর্শকদের মন জয় করে চলেছেন এই অভিনেত্রী। তার অভিনয়ের সাবলীলতায় মুগ্ধ সিনেমাপ্রেমীরা।

এ মুহূর্তে অভিনেত্রী নতুন সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ত। শুক্রবার (১৬ মে) মুক্তি পাচ্ছে জয়া আহসানের সিনেমা ‘জয়া আর শারমিনের গল্প’। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার ১ মিনিট ১৯ সেকেন্ডের সেই ট্রেলার।

করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর বন্ধুত্বের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘জয়া আর শারমিনের গল্প’। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান। সেই সিনেমা মুক্তি সামনে রেখে ট্রেলারটি দর্শকদের দেখার আহ্বান জানিয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তার প্রেম-ভালোবাসা ও বিয়ের কথা।

প্রেমে আছেন কি না, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, “প্রেম রয়েছে। আমার প্রেমটা সিনেমাপ্রেমীদের নিয়ে, আমার কাজ নিয়ে। আসলে অনেক আগেই হয়ে গেছে এটা। তিনি বলেন, আমার সিনেমার কাজের সঙ্গে যেটা সত্যিকার অর্থে আমার বড় প্রেম। দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে। কিন্তু আমার প্রেম, বিয়ে, সংসার—সবকিছুই ওই অভিনয়ের সঙ্গেই।”

বিয়ে প্রসঙ্গে জয়া আহসান বলেন, “আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি সব সময় একটা কথাই বলি, আমি কখনো রোডম্যাপ করে চলি না। যদি কখনো ইচ্ছা হয়, বিয়েশাদি করেই নিতে পারি। কিন্তু আপাতত এ মুহূর্তে কোনো প্ল্যান নেই।”

 

একা থাকা প্রসঙ্গে অভিনেত্রীর পরিকল্পনা প্রশ্নে জয়ার উত্তর, “আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হব।”

জয়ার তারুণ্য প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘তরুণ কীভাবে আছি জানি না, তবে সময়টাকে উপভোগ করাটাই মনে হয় সবচেয়ে বড় বিষয়।’