রুয়া নির্বাচন

বিএনপির বর্জন, জামায়াতের ২৭ জন নির্বাচিত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৯:৩৫ এএম
ফল ঘোষণার পর নির্বাচিতদের একাংশ। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনে (রুয়া) নির্বাচনের আয়োজন করা হলেও তা বর্জন করেছেন বিএনপিপন্থী অ্যালামনাইরা। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট গ্রহণ শুরুর আগেই ৫১ পদের মধ্যে ২৭টিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়ী ঘোষণা করা হয় জামায়াতপন্থী হিসেবে পরিচিত প্রার্থীদের।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়া প্রার্থীদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ অন্তর্ভুক্ত রয়েছে। সভাপতি হিসেবে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হিসেবে রাবির আরবি বিভাগের অধ্যাপক নিজাম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বাকি ২৪টি পদের ফল ঘোষণা করা হয়। এতে ২৩টিতে জামায়াতপন্থীরা বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। নির্বাচিতদের মধ্যে সহসভাপতি মনোনীত হয়েছেন মো. কেরামত আলী ও মো. মতিউর রহমান আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল আহসান ও দেলাওয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্বে রয়েছেন মো. শামসুজ্জোহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ড. মো. হারুন-অর-রশিদ, ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. মোজাম্মেল হক, যুগ্ম আইন সম্পাদক হিসেবে রয়েছেন মো. মিল্টন হোসেন এবং কল্যাণ ও উন্নয়ন সম্পাদকের দায়িত্বে রয়েছেন শাহ্ হোসাইন আহমদ মেহদী।


এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আশফাকুর রহমান, আবু তালেব, আব্দুল বাছেদ, আবদুল খালেক, এম উমার আলী, আ স ম খায়েরুজ্জামান, গোলাম রছুল, নূরুল ইসলাম, মো. মহিউদ্দীন, মাহবুবুল আহসান, মো. রফিকুল ইসলাম, রেজাউল করিম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহা. লতিফুর রহমান ও শফিকুল ইসলাম।

এদিকে বিএনপিপন্থী জীবন সদস্যদের অভিযোগ, নির্বাচন আয়োজনের প্রক্রিয়ায় রুয়ার গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়েছে। তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নতুন ভোটার অন্তর্ভুক্ত এবং পুরোনো সদস্যদের বাদ দিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে।