রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায়, আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায় আগামী ২ দিন (২৭-২৮ জুলাই) কলেজ বন্ধ থাকবে।
শনিবার (২৬ জুলাই) অধ্যক্ষের নির্দেশক্রমে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছেন কলেজের পরিচালক (শিক্ষা) মো. শামীম মুন্সি।
এতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার (নিহত ও আহতসহ) সকল কোমলপ্রাণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনার শিকার সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায়, আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায়, উদ্ধার কাজে নিয়োজিত সকলের সম্মানার্থে এবং সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিবার। তাই দুই দিন ছুটি থাকবে। এ মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের সকল শ্রেণির ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে।
[118067]
দুর্ঘটনা ও উদ্ধার পরবর্তী করণীয় কার্যক্রমের জন্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক উপস্থিতি একান্ত কাম্য।