শিক্ষক-কর্মকর্তাদের তদবিরে অতিষ্ঠ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে বদলির আবেদন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ মে) আন্তবিভাগ বদলির আবেদন শুরু দিন এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা অফিস চলাকালীন সময়ে ছুটি নিয়ে বদলির আবেদন নিয়ে সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগমন করেন। ফলে মাঠপর্যায়ের অফিসগুলোর কাজের এবং বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বিঘ্ন ঘটছে বলে প্রতীয়মান হয়।
আরও বলা হয়েছে, এমতাবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জানা গেছে, বৃহস্পতিবার থেকে অনলাইনে সহকারী শিক্ষকদের এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলির আবেদন অনলাইনে গ্রহণ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যা আগামী ১০ মে পর্যন্ত তারা বদলির আবেদনের সুযোগ পাবেন। ১১ থেকে ২৩ মে পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের যাচাই-বাছাই শেষে তাদের বদলির আদেশ জারি করা হবে। তবে কবে এ আদেশ জারি হবে তা সুস্পষ্টভাবে জানানো হয়নি অধিদপ্তরের পক্ষ থেকে।