জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (৪ মে) রাত ১০টার দিকে ক্যাম্পাসে জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঝালচত্বর এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মন্ডল ও সাজ্জাতুল্লাহ শেখ। এ ছাড়া জাস্টিস ফর জুলাইয়ের আহ্বায়ক নাহিদ হাসানসহ প্রায় অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
হাসনাতের ওপর অতর্কিত হামলার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্দোলনে বক্তারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের ফসল আজকের ইন্টেরিম সরকার। এজন্য ইন্টেরিমের প্রধান ও একমাত্র কাজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণহত্যার বিচার করা। এটা না করতে পারলে আপনারা দায়িত্ব থেকে চলে আসেন। ভবিষ্যতে আর কোনো সরকার যেন স্বৈরাচার হয়ে ওঠতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বক্তারা আরও বলেন, “আজ হাসনাতের ওপর হামলা হয়েছে। আমরা যদি এর বিরুদ্ধে কথা না বলি তাহলে সামনে হয়তো আমাকে আপনাকে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। হাসনাতের ওপর যারাই এ হামলা করেছে, তাদের অনতিবিলম্বে তদন্ত করে শাস্তির আওতায় আনতে হবে।”
[114650]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, “আমরা প্রথমেই জুলাই আন্দোলনের কাণ্ডারি হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। ইন্টেরিম সরকার দায়িত্বগ্রহণের প্রায় বছর হয়ে যাচ্ছে। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের বিচার হচ্ছে না। আমরা যখন সরকারের কাছে তাদের নিষিদ্ধের দাবি করছি, তখন কিছু দল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি থেকে সরে আসছে। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উঠলেই হিংসা হয়। আমরা মনে করছি ওই সকল দল আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে না। কারণ তাহলে হয়তো তাদের ভোট কমে যাবে। স্বৈরাচার আওয়ামী লীগ যে গণহত্যা করেছে তার বিচার হতে হবে। বৈষম্যবিরোধী ছাত্ররা তাদের সর্বোচ্চ দিয়ে এই দাবি বাস্তবায়ন করবে।”