পুকুরঘাটের নিচে রাখা ছিল বন্দুক-কার্তুজ

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৩:১২ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি পুকুর থেকে দুটি বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম রেন্জারের বাড়ির একটি পুকুর থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।

এ ঘটনায় আব্দুল মজিদ (৪২) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি  স্থানীয় মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গোপন খবরে মুসলিম রেন্জারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুকুরে ঘাটের নিচ থেকে একটি দেশীয় এলজি, একটি তুর্কির তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। সেখান থেকে আটক করা হয় আব্দুল মজিদকে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।