গোপালগঞ্জবাসীকে মুজিববাদ থেকে মুক্ত করেই ফিরব : নাহিদ

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৬:৩৬ পিএম

গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের শহরের জনতা ব্যাংকের মোড়ে এনসিপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জের সাধারণ মানুষকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। আমরা প্রশাসনের কাছে আবেদন করব গোপালগঞ্জের সাধারণ মানুষদেরকে যেন অযথা হয়রানি না করা হয়। কিন্তু ফ্যাসিস্ট, সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। চারজন মানুষ বিচার বহির্ভূতভাবে হত্যার শিকার হয়েছেন। আমরা এজন্য ৫ আগস্টের পর বলেছিলাম আওয়ামী লীগ, ছাত্রলীগকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আমরা কী দেখছি কেউ গ্রেপ্তার হচ্ছে না। আর কেউ যদি গ্রেপ্তার হয় তারা কোর্ট থেকে জামিন পেয়ে যাচ্ছে। বিচার প্রক্রিয়া এগোচ্ছে না। প্রশাসনের ভেতর যারা স্বৈরাচারের দোসর রয়েছে এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার শেষ না করে আমরা রাজপথ ছেড়ে যাব না।” 

তিনি আরও বলেন, “মুজিববাদী সন্ত্রাসীদের আমরা ৫ আগস্ট পরাজিত করেছি। আমরা শান্তিপূর্ণভাবে বলছি এসব সন্ত্রাসীদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক। আর না হলে আমরাও খুব দ্রুত গোপালগঞ্জে মার্চ করব। এবং আমরা কিন্তু এবার ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মানুষকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে তারপরে আমরা সেখান থেকে ফেরত আসব।”

তিনি বলেন, “যারা মনে করেছিলেন আমাদের এই জুলাই পদযাত্রা হামলা ও সশস্ত্র হামলা করে থামিয়ে দেবেন, তারা ভুলে গেছেন তারা কাদের সামনে দাঁড়িয়েছেন।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা ৫ আগস্টের পর থেকে শুনেছি গোপালগঞ্জের ভেতরে এই ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। সারা দেশে যাদের নামে মামলা হয়েছে, ফেরারি আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা রয়েছে তারা গোপালগঞ্জে ছিল এবং তারা আসলে পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টি এবং গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়েছে। “

এনসিপির আহ্বায়ক বলেন, “জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে ৩০ দিনে তারা ৬৪ জেলায় যাবে, জাতীয় নাগরিক পার্টি সেই চ্যালেঞ্জ অবশ্যই পূরণ করবে। আমরা অবশ্যই ৩ আগস্টের মধ্যে ৬৪টি জেলায় সমাবেশ করব।” 

এর আগে নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতা-কর্মীরা ফরিদপুর সার্কিট হাউস থেকে হেঁটে জনতা ব্যাংক মোড়ে আয়োজিত পথসভায় যোগ দেন। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ফরিদপুর জেলা এনসিপির সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলাসহ অন্যরা। পরে তারা রাজবাড়ীর উদ্দেশে ফরিদপুর ত্যাগ করেন।