প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে, অতঃপর স্বামীর হাতেই প্রাণ গেল হীরার

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০১:৩৫ পিএম

কক্সবাজারের টেকনাফে যৌতুকের জন্য লুলুয়ান মরজান হীরা (১৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্বাস উদ্দিনের (২৩) বিরুদ্ধে।

বুধবার (১৪ মে) সকালে টেকনাফের হ্নীলা মৌলভীবাজার রোজার ঘোনায় ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

অভিযুক্ত আব্বাস উদ্দিন ওই ইউনিয়নের মৌলভীবাজার রোজার ঘোনা গ্রামের নুর আহমেদের ছেলে।

নিহতের বোনজামাই নুরুল ইসলাম বলেন, গত ৫ মাস আগে আব্বাস উদ্দিন ও মরজান হীরা পালিয়ে গিয়ে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর থেকে আব্বাস উদ্দিন হীরাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। একই সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। সে প্রায় সময় বাড়িতে এ বিষয়গুলো বলতে। এক পর্যায়ে মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে তাকে আবারও মারধর করলে লুলুয়ান মরজানের মৃত্যু হয়।

নুরুল ইসলাম আরও বলেন, “গভীর রাতে আব্বাস উদ্দিনের বড় ভাই জমির উদ্দিন আমাকে মোবাইলে ফোন করে বলেন, ‘আপনার বউয়ের বোন হীরা আত্মহত্যা করেছে এখন আমরা কী করতে পারি, বলে বিষয়টি ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। পরে এ ঘটনা পুলিশকে জানালে পুলিশ সকালে তাদের বাড়ি থেকে হীরার মরদেহ উদ্ধার করে।”

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল থেকে সকালে মরদেহ উদ্ধার করেছে। সুরতালের কার্যক্রম শেষ করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।