কাজে যাওয়ার সময় বাবা দেখেন আখক্ষেতে পড়ে আছে ছেলের মরদেহ

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৫, ০২:৩৫ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর তুহিন আলী (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ মে) সকালে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের একটি আখক্ষেত থেকে তুহিন আলীর মরদেহ উদ্ধার করা হয়। তুহিন ওই গ্রামের কৃষক আরব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার (৩০ এপ্রিল) বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয় তুহিন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় মাঠে কাজ করতে যাওয়ার সময় একটি আখক্ষেতে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন তার বাবা আরব আলী। বিষয়টি জানাজানির পর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।