সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও বিক্ষোভে হামলার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
রোববার (৪ মে) সকালে উপজেলার কারেন্টের বাজার বোয়াল চত্বরে বিশ্বম্ভরপুর উপজেলাবাসির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, পতিত সরকারের আমলে পদায়ন পাওয়া ইউএনও মফিজুর রহমান বিশ্বম্ভরপুর উপজেলার পর্যটন খাত ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারী ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।
কারেন্টের বাজারের মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যাওয়ার পথে মাল্টিপারপাস সেন্টারের সামনে এলে বাঁধা দেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামিলা চালান তারা। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। এসময় সাংবাদিকদের দিকে তেড়ে এসে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা। এতে আন্দোলনরত পাঁচজন আহত হয়েছেন।