১৯৬৪ সালে lsquo;সুতরাংrsquo; দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। ছবিতে নায়িকা হওয়ার আগে কবরী ছিলেন নৃত্যশিল্পী। পরিচালক গাজী মাহাবুব জানালেন কবরীর একসময়ের প্রেমিক অসিম নন্দীর কথা। একসময়ে কবরী তাকে বিয়েও করতে চেয়েছিলেন। বিয়ে না হলেও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলেন কবরীর জন্য। সাক্ষাৎকারটি নিয়েছেন মাজহার বাবু ক্যামেরায় কামরুল ইসলাম