• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

সাইকেল চালিয়ে নগরজুড়ে একমাত্র নারী ডেলিভারিম্যান কাজ করছেন তানজিমা আক্তার | চট্টগ্রাম | সংবাদ প্রকাশ


সংবাদ প্রকাশ প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ১২:১০ পিএম

তানজিমা আক্তার, বয়স ২১ বছর। সাউদার্ন ইউনিভার্সিটির হোটেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের অনার্সের ছাত্রী। এই করোনাকালে নিজের ব্যক্তিগত এবং লেখাপড়ার খরচ জোগাতে কাজ করছে নারী ডেলিভারিম্যান হিসেবে। চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ঘড়দোয়ারা গ্রামের মেয়ে তানজিম। তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয়। লেখাপড়ার পাশাপাশি চট্টগ্রামের একমাত্র নারী ডেলিভারিম্যান হিসেবে সাইকেল চালিয়ে খাদ্য এবং পন্য ডেলিভারি দেওয়ার কাজ করছে নগরজুড়ে। চট্টগ্রামে একমাত্র এবং পুরোদেশে হাতে গুনা সাত-আটজনের মধ্যে একজন তানজিম। প্রথম দিকে শুধু সাইকেলিং করা ইচ্ছে থাকলেও পরে নিজে শুরু করেন পিজ্জা তৈরি করে নিজেই ডেলিভারি দেওয়া । তারপরে বন্ধুদের উৎসাহ এবং পরামর্শে কাজ শুরু করেন নারী ডেলিভারিম্যান হিসেবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে খাবার এবং পন্য সরবরাহ করেন তিনি। পুরুষদের একচেটিয়া কর্মক্ষেত্রে প্রবেশ করে খুব আনন্দে কাজ করেন দুrsquo;চাকায় নারী ডেলিভারিম্যান তানজিম। এতদিন ফুড ডেলিভারি করতে দেখা যেত পুরুষদেরই। এবার সেই ছবিতে এল বদল। সাইকেলে করে ঘরে ঘরে পছন্দের খাবার এবং পণ্য পৌঁছে দেওয়া শুরু করেছেন এই নারী ডেলিভারিম্যান। । নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জানান, lsquo;৬ মাস আগে এই কাজ শুরু করেন তিনি। এখনও পর্যন্ত তার অভিজ্ঞতা বেশ ভালোই। যেখানেই খাবার ডেলিভারি করতে যান মানুষ হাসি মুখে তার সঙ্গে কথা বলেন। তিনি মেয়ে হয়েও খুব খুশি যে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।rsquo;সকাল ১০ থেকে বিকেল ৫টের মধ্যে যে কোনও সময়ে অনলাইন সিস্টেম লগইন করলেই চলে... তার পর দুrsquo;চাকায় সওয়ার হয়ে একের পর এক খাবার এবং পণ্য ডেলিভারি। বক্তব্য- তানজিম আক্তার চট্টগ্রামের একমাত্র নারী ডেলিভারিম্যান প্রতিবেদন- নুরউদ্দীন খান সাগর ব্যুরো প্রধান- সংবাদ প্রকাশ চট্টগ্রাম

Side banner

আরো ভিডিও

Link copied!