গ্রাহকের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান lsquo;ধামাকা শপিং ডট কমেrsquo;র প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তাসহ (সিওও) তিনজনকে গ্রেপ্তার করেছে রzwnj;্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রzwnj;্যাব)। বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।