• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভারতীয় সিরিয়াল ‘সিআইডি’ দেখে এটিএম বুথের টাকা লুট


সংবাদ প্রকাশ প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৬:২২ পিএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এটিএম বুথের দরজা ও মেশিনের লক ভেঙ্গে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায় একটি চক্র। গত ১২ সেপ্টেম্বর রাতে সিলেটের ওসমানী নগরের শেরপুর নতুন বাজার এলাকার হাজী ইউনুস উল্ল্যাহ মার্কেটের নিচ তলায় এই ঘটনা ঘটে। ভারতীয় মেগা সিরিয়াল সিআইডি দেখে বুথের টাকা লুটের পরিকল্পনা ও মেশিন ভাঙার কৌশল রপ্ত করে চক্রটির সদস্যরা। এমনকি নিজেদের চেহারা গোপন করতে মুখে মাস্ক ও মাথায় গোলাপী রংয়ের কাপড় বেঁধে ক্যাপ পরে তারা। এছাড়া বুথের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরায়ও কালো রংয়েল স্প্রে করে ঝাপসা করে দেয় টাকা লুটকারীরা। এই ঘটনার ৯ দিন পর রাজধানী ও হবিগঞ্জে অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এ সময় তাদের কাছ থেকে লুটকৃত ১০ লাখ ৮ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন, একটি ছুরি, একটি প্লাস ও মাথ্য ব্যবহৃত তিনটি কাপড়ের টুকরা জব্দ করা হয়।

Side banner

আরো ভিডিও

Link copied!