ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সব কথা শোনে না। তারা গড়ে ১৫ ভাগ অনুরোধ রাখে বা কথা শোনে। আমরা তাদের কাছে এক ধরনের অসহাত্বের মধ্যে বসবাস করছি। আমরা তাদের কৃপার উপর নির্ভরশীল । সোমবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।