মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল শেখ রাসেল হাডুডুর ফাইনাল খেলা। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঘুল্লিয়া শেখপাড়া ইটভাটা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। চরম উত্তেজনায় ভরা ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে মহম্মদপুরের যশোমন্তপুর হাডুডু দল ৩-২ গেমের ব্যবধানে শ্রীপুর উপজেলা বরিশাট গ্রামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।