শুনানি শেষে পরীমনির আইনজীবী মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ldquo;পরীমনিকে আবারও রিমান্ড দেওয়ার জন্য প্রসিকিউশন পক্ষ আদালতে যে যুক্তিগুলো দিয়েছে, এই সমস্ত যুক্তি ইতিপূর্বে দুইবার নিয়ে এসেছেন। একই যুক্তি নিয়ে বারবার রিমান্ডে দিয়ে পরীমনিকে হয়রানি করা হয়েছে। পরীমনিকে রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এটি দেশের প্রচলিত আইন সমর্থিত নয়।rdquo;