• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

১১ বছর পর ইতালিয়ান কাপ মিলানের


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০১:০৫ পিএম
১১ বছর পর ইতালিয়ান কাপ মিলানের

মিলানের সান সিরো স্টেডিয়ামে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে ইন্টার মিলান ইতালিয়ান সুপার কাপ জিতেছে। এর ফলে দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান কাপ নিজেদের দখলে নিলো মিলান।

ম্যাচের ২৫তম মিনিটে ইউএস মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি জুভেন্টাসের পক্ষে প্রথম গোল করন। স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা বাঁ পাশ থেকে বল ক্রস করে ম্যাককেনিকে সহায়তা করেন। ম্যাচের ৩৪তম মিনিটে বসনিয়ান ফরোয়ার্ড এডিন জেকোকে ফাউল করায় ইন্টারকে পেনাল্টি কিক দেওয়া হয়।আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ দৃঢ়তার সাথে গোল করে ম্যাচ সমতায় আনেন।

১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের ম্যাচের ১২১তম মিনিটে ইন্টারের চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ জয়সূচক গোলটি করেন।

২০২১ সালের ইতালিয়ান সিরি এ চ্যাম্পিয়ন ইন্টার ইতিহাসে ষষ্ঠবারের মতো সুপার কাপ জিতেছে। ২০১০ সালে সর্বশেষ তারা এই কাপ নিজেদের দখলে নিয়েছিল।

Link copied!