দিনের শুরুতেই মুশফিককে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। সেই ধাক্কা কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন ইয়াসির আলী ও লিটন দাস। এরই মধ্যে বাংলাদেশের লিড ১০০ ছাড়িয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮৫ রান। ইয়াসির ৩৪* রানে ও লিটন ১৫* রানে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড ১২৯ রান।
চতুর্থ দিন প্রথম ওভারটি করতে আসেন হাসান আলী। তার করা তৃতীয় বলটির গতিপথ বুঝতে না পেরে ছেড়ে দেন মুশফিক (১৬)। ফলে ইনসুইং বলটি সোজা গিয়ে অফ স্টাম্পে আঘাত হানে।
এর আগে দলীয় ১৪ রানেই শাহিন আফ্রিদির বলে এলবিডব্লিও হয়েছেন ওপেনার সাদমান ইসলাম। নাজমুল হাসান শান্ত রানের খাতা খোলার আগেই তাকে তুলে নেন শাহিন আফ্রিদি। অধিনায়ক মুমিনুল হকও কোন রান করতে পারেনি। হাসান আলীর বলে আজহার আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১৫ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় বাংলাদেশ।
সাদমান ফিরলেও আরেক ওপেনার সাইফ হাসান ফিরেছেন শাহীনের বলে। তার ব্যাট থেকে আসে ১৮ রান। ২৫ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশকে কিছুটা পথ দেখান মুশফিক-ইয়াসির জুটি। বাংলাদেশ দিনটা শেষ করেছে ৩৯ রানে।