অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আর্সেনালের ১ জন কম খেলোয়াড় নিয়ে ম্যাচের প্রায় পুরো সময়টা খেলার সুবিধাও কাজে লাগাতে পারেনি লিভারপুল। ম্যাচের ২৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের গ্রানিত শাকা।
২০১৬ সালে আর্সেনালে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে পাঁচবার লাল কার্ড দেখলেন সুইস মিডফিল্ডার শাকা। তার অনুপস্থিতিতে পুরো ম্যাচ আর্সেনাল সাহসী দলগত প্রচেষ্টা চালিয়ে গেছে লিভারপুলকে আটকাতে। এদিকে লিভারপুলের সুবিধা থাকা সত্ত্বেও পুরো ম্যাচে মাত্র একটি শট জুতসই ছিল। তাকুমি মিনামিনো খেলার শেষ মুহূর্তের সেরা সুযোগটি হারিয়েছিলেন।
রেফারির শেষ বাঁশি বেজে ওঠার পর দেখা যায় হতাশ ক্লপকে। এমন সুবর্ণ সুযোগ পেয়েও গোলবঞ্চিত হওয়াটা মেনে নিতে পারছিলেন না লিভারপুলের কোচ।
আগামী বৃহস্পতিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।