ওয়ানডে ফরম্যাটে ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কার গ্রেট লাসিথ মালিঙ্গা। এর আগে ক্রিকেট বিশ্ব এমন কিছু দেখেনি। ক্রিকেটে টানা চার বলে ৪ উইকেট নেওয়ার বিষয়টি ‘ডাবল হ্যাটট্রিক’ নামে পরিচিত। এবার এমন বিরল কীর্তি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জিতিয়েছেন জেসন হোল্ডার।
সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ১৭ রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে নিশ্চিত করেছে ক্যারিবিয়রা।
চমৎকার ডাবল হ্যাটট্রিকের মুহূর্তটি দেখা গেল ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে। ইংলিশদের প্রয়োজন ছিল ২০ রান। হোল্ডারের প্রথম বলটি নো ছিল। পরের বলে রান হয়নি। এর পরের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন ক্রিস জর্ডান। স্যাম বিলিংসও ক্যাচ তুলে দেন পরের বলে। চতুর্থ বলে আদিল রশিদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হোল্ডার। পঞ্চম বলে সাকিব মাহমুদের উইকেটের মধ্য দিয়ে আকাঙ্ক্ষিত অর্জনের দেখা পান উইন্ডিজ তারকা।