• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

হেরে গিয়ে রেফারির রুমে তাণ্ডব চালালেন খেলাইফি


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ১০:৩৫ এএম
হেরে গিয়ে রেফারির রুমে তাণ্ডব চালালেন খেলাইফি

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল তারকাসমৃদ্ধ পিএসজি ও রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ১-০-তে এগিয়ে থেকেও দ্বিতীয় লেগে ৩-১ গোলের হারে ছিটকে গেছে পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের ব্যবধানে শেষ আটে উঠেছে রিয়াল।

তবে দ্বিতীয় লেগের ম্যাচে রেফারির সিদ্ধান্ত পছন্দ হয়নি পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির। তিনি রেফারির ড্রেসিংরুমে হামলা চালান এবং তার দল চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ায় রুমের জিনিসপত্র ভেঙে দেন। এমন তথ্যই জানিয়েছেন রেফারি।

ম্যাচে করিম বেনজেমার অবিশ্বাস্য হ্যাটট্রিকে মাদ্রিদ শেষ আট নিশ্চিত করে। তবে বেনজেমা গোলরক্ষক জিয়ানলুইগি ডোনারুমাকে ফাউল করার জন্য কোনো শাস্তি পাননি, যা ক্ষুব্ধ করেছে পিএসজিকে।

রেফারি জানান ক্ষুব্ধ খেলাইফি আক্রমণাত্মক আচরণ করেছেন। পিএসজির সভাপতি ও তার সঙ্গে থাকা লোকজন জোর করে রেফারির ড্রেসিংরুমে ঢুকতে চাইলে রেফারি তাদের বাধা দেন। তখন সভাপতি রেফারির রুমের একটি অংশে আঘাত করলে কিছু জিনিসপত্র ভাঙেন। 

খেলাইফির এই উগ্র আচরণ রিয়াল মাদ্রিদের একজন কর্মচারী ভিডিও করে রেখেছেন। সম্ভাব্য শাস্তির জন্য ফুটেজটি উয়েফাতে পাঠানো হবে।

Link copied!