• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

হতাশার ম্যাচেও ইতিবাচক মুমিনুল


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ১২:৪০ পিএম
হতাশার ম্যাচেও ইতিবাচক মুমিনুল

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের ৫২১ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ইনিংসে বাংলাদেশ যথাক্রমে ১২৬ ও ২৭৮ রানে গুটিয়ে যায়। ফলে ইনিংস ও ১১৭ রানে হেরে যায় বাংলাদেশ। হতাশার ম্যাচেও বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ইতিবাচক দিক দেখছেন।

ম্যাচের পর মুমিনুল বলেন, “বিদেশে খেলাটা চ্যালেঞ্জিং। তবে আমি খুব গর্বিত। প্রথম টেস্ট নিয়ে সত্যিই খুশি। কিন্তু দ্বিতীয় টেস্ট ছিল হতাশাজনক। প্রথম টেস্ট জেতার পর এই ম্যাচ আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। বিদেশের মাটিতে খেলাটা মানসিকতার ওপর নির্ভর করে।”

বাংলাদেশের টেস্ট অধিনায়ক আরও বলেন, “এই ম্যাচে কিছু ভালো ইতিবাচক দিকও আছে। এবাদত সত্যিই ভালো বোলিং করেছে, আর লিটন (১০২ রান) সুন্দর খেলেছে। যখন সে ব্যাটিং করত, তখন এটাকে আমাদের কাছে কঠিন পিচ মনে হতো না।”

Link copied!