• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বল্প পুঁজির সিলেটের বিপক্ষে কুমিল্লার কষ্টার্জিত জয়


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০৪:২৫ পিএম
স্বল্প পুঁজির সিলেটের বিপক্ষে কুমিল্লার কষ্টার্জিত জয়

বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট সানারাইজার্স। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা। সিলেটের সবকয়টি উইকেট হারিয়ে ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৬ রানেই।

টস জিতে বোলিংয়ে নেমে কুমিল্লা প্রথম ওভার থেকেই চেপে ধরে সিলেটকে। তৃতীয় ওভারে এনামুলের উইকেট এনে দেন নাহিদুল। সিলেটের পক্ষে একমাত্র ওপেনার কলিন ইনগ্রাম ২০ রানের ইনিংস খেলেন। বাকিরা কেবল আসা-যাওয়ার মিছিলে ছিলেন। সিলেটের ইনিংস থামে ৯৬ রানে।

কুমিল্লার পক্ষে নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন। তানভির ইসলাম, মুমিনুল হক ও করিম জান্নাত একটি করে উইকেট পান।

৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানে ফাফ দু প্লেসিস এর উইকেট হারায় কুমিল্লা। বোলিংয়ে সিলেটের ধ্বংস নামালেও ব্যাটিংয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে কুমিল্লা। কুমিল্লার পক্ষে করিমের ১৮ রান ই দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।

পরাজয়ের শঙ্কা হলেও শেষ পর্যন্ত শেষ হাসি কুমিল্লাই ম্যাচ শেষ করেছে। ২ উইকেট হাতে রেখে ৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

সিলেটের পক্ষে নাজমুল হাসান ৩টি, সোহাগ গাজি ও মোসাদ্দেক হোসেন দুইটি উইকেট পান। তাসকিন আহমেদ একটি উইকেট লাভ করেন। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!