আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে সাকিব, তামিম, মুশফিকের ব্যাটিং-ব্যর্থতার দিনেও উজ্জ্বল এক ইনিংস উপহার দিলেন লিটন দাস। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল আবারও একটি সেঞ্চুরি পেতে চলেছেন লিটন। তবে সেঞ্চুরির খুব কাছে থেকেও ফিরে আসতে হয় এই ওপেনারকে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। এদিন অন্য ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে লিটনের ব্যাট থেকে আসে ১১৩ বলে ৮৬ রান। ইনিংসে কোনো ছয়ের মার না থাকলেও দৃষ্টিনন্দন ৭টি চারের মার ছিল।
এই ম্যাচে ৮৬ রান করার মধ্য দিয়ে নবম বাংলাদেশি হিসেবে ব্যাটার হিসেবে ৪০০০ রানের মাইলফলক ছুলেন লিটন। ৮৬ করার পথে লিটন তার ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।
এদিন ব্যাট করতে নামার আগে মাইলফলক থেকে ৩৫ রানের দূরত্বে ছিলেন লিটন। আজকের ম্যাচে ৮৬ রানের ইনিংসের ফলে তার আন্তর্জাতিক ক্রিকেটে রান সংখ্যা ৪০৫১।
লিটনের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চাশতম ম্যাচ এটি। নিজের পঞ্চাশতম ম্যাচে পঞ্চাশ হাঁকিয়ে ক্যারিয়ারে মোট রানকেও দেড় হাজারে নিয়ে গেছেন লিটন। বাংলাদেশের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম পঞ্চাশ ওয়ানডেতে ১৫০০ রান করতে পেরেছেন এ ডানহাতি ব্যাটার।
বাংলাদেশের পক্ষে প্রথম ৫০ ওয়ানডে ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি সৌম্য সরকারের দখলে। এ বাঁহাতি ড্যাশিং ব্যাটার নিজের প্রথম ৫০ ওয়ানডে ইনিংসে ১০ ফিফটি ও ২ সেঞ্চুরিতে ৩৪.২৮ গড়ে করেছেন ১৬১১ রান। ২০১৯ সালে ভারতের বিপক্ষে নিজের ৫০তম ইনিংস খেলেন সৌম্য।
অবশ্য তার প্রায় ১১ বছর আগেই প্রথম ৫০ ইনিংসে ১৫০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন শাহরিয়ার নাফীস। এ সাবেক বাঁহাতি ওপেনার নিজের প্রথম ৫০ ওয়ানডে ইনিংসে ৭ ফিফটি ও ৪ সেঞ্চুরিতে ৩৪.২৮ গড়ে ১৫৭৭ রান করেছিলেন। তার পঞ্চাশতম ইনিংস ছিল ২০০৮ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।