২০১৩ সালের পর দ্বিতীয়বারের মতো বিপিএল খেলতে এসেছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলি।
অষ্টম আসরে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে লিখিয়েছেন নাম। তবে কুমিল্লার নয়, সিলেটি ভাষা শেখার চেষ্টা করছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ইংলিশ তারকা।
মঈনের আরেকটি পরিচয় তিনি বাংলাদেশের জামাই। তার স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত।
তবে ফিরোজার জন্ম-বেড়ে ওঠা ইংল্যান্ডেই। সেখানেই মঈনের সাথে পরিচয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এই দম্পতির এক সন্তানও রয়েছে।
এবারের আগে বেশ কয়েকবার খেলার সুবাদে বাংলাদেশে এলেও কোনোবারই সিলেটে পা রাখেননি মঈন। ২০২২ সালের বিপিএলের ম্যাচ সিলেটেও রাখার সুবাদে প্রথমবার নিজের শ্বশুরের এলাকায় এলেন ইংলিশ এই অলরাউন্ডার।
সিলেটি বেশ কিছু শব্দ জানেন মঈন। অবশ্য এবার মঈন একা বাংলাদেশে আসেননি। স্ত্রী-সন্তান সবাইকে নিয়ে এসেছেন।
শ্বশুর বাড়িতে এসে সিলেটি ভাষাও শিখছেন তিনি। মঈন বলেন, "কয়েকটি সিলেটি শব্দ জানি আমি। তবে আরও জানতে পারলে ভালো লাগত। চেষ্টা করব আরও শিখতে। হোটেলে আমার সাথে সবাই সিলেটি ভাষায় কথা বলে।"