প্রিমিয়ার লিগে বার্নলির মাঠে রোববার স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল। সাদিও মানে ও মোহামেদ সালাহদের নিষ্প্রভ দিনে দলকে জয়সূচক গোল এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহো।
আগের রাউন্ডেই বার্নলি ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছিল। অবশ্য ম্যানইউর সময়টাও ভালো যাচ্ছে না। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে তারা মাঠে পেরে উঠছে না।
বার্নলি নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণে থাকে। ম্যাচের ১৪ মিনিটে সুযোগও আসে। কিন্তু গোল পেতে ব্যর্থ হয়। ম্যাচের ২০ মিনিটে লিভারপুলেরও একটি সুযোগ হাতছাড়া হয় প্রতিপক্ষের গোলরক্ষকের ঝাঁপিয়ে পড়ে বল নিয়ন্ত্রণে নেওয়ায়।
লিভারপুল প্রত্যাশিত গোলের দেখা পায় ম্যাচের ৪০ মিনিটে। খেলোয়াড়দের জটলার ভেতর বল নিয়ন্ত্রণে নিয়ে নেন ফ্যাবিনহো। প্রথম চেষ্টায় সফল না হলেও দ্বিতীয়বার বল জালে জড়াতে ভুল হয় না তার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্নলি আক্রমণের ধার বাড়ায়। গোল পরিশোধের চেষ্টা করে দলটি। তবে প্রতিপক্ষের গোলরক্ষক সে সুযোগ দেয়নি। ম্যাচের বাকি সময় দুই দলই আর গোল দিতে পারেনি। ফলে ১-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরে লিভারপুল।