জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড সাদা বলের দুই ফরম্যাটের জন্য স্থায়ী অধিনায়কের নাম ঘোষণা করেছে। শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ ভারপ্রাপ্ত অধিনায়কত্ব পালন করা ক্রেইগ আরভিনকেই ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য স্থায়ীভাবে মনোনীত করল বোর্ড।
এ বাঁহাতি ব্যাটারের অধীনের একটি টেস্ট ও ১৪ ওয়ানডেতে মাঠে নামে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও ওয়ানডেতে ছয়টি ম্যাচে জয়ের দেখা পেয়েছেন আরভিন।
এদিকে টেস্টের অধিনায়কত্বে পরিবর্তন আনেনি জিম্বাবুয়ে বোর্ড। নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসকেই রেখে দিয়েছে তারা। এছাড়া তিন ফরম্যাটেই জিম্বাবুয়ের সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার রেজিস চাকাভা।
অধিনায়কের সঙ্গে কোচিং প্যানেলেও পরিবর্তন এসেছে। সম্প্রতি আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করা দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে আবারও নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে। এর আগে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত সময়েও দলটির ব্যাটিং কোচ ছিলেন ক্লুজনার।
জিম্বাবুয়ে তাদের হেড কোচ হিসেবে ভারতের লালচাঁদ রাজপুতকেই রেখে দিচ্ছে। এদিকে বর্তমান ব্যাটিং কোচ হিসেবে স্টুয়ার্ট মাৎসিকেনিয়েরিকে সহকারী কোচের দায়িত্ব দেয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো বোলিং কোচ নিয়োগ দেয়নি তারা।
এদিকে, নারী দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে মেরি-অ্যান মুসোন্ডাকে এবং তার ডেপুটি হিসাবে নাম রাখা হয়েছে জোসেফাইন এনকোমোকে। এই দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন গ্যারি ব্রেন্ট। ৪৬ বছর বয়সী ব্রেন্ট জিম্বাবুয়ের হয়ে ১৯৯৯ থেকে ২০০৮ সালের মধ্যে চারটি টেস্ট, ৭০টি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। এছাড়া জিম্বাবুয়ের প্রাক্তন খেলোয়াড় প্রসপার উতসেয়াকে পুরুষদের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ করেছে তারা।