• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সাকিবের ফিফটিতে দুইশ ছাড়াল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৮:০৭ পিএম
সাকিবের ফিফটিতে দুইশ ছাড়াল বাংলাদেশ
ছবি সংগৃহীত

ম্যাচে দুইবার ডাইভ দিয়ে রান আউটের হাত থেকে বেঁচেছেন। চোটের কারণে আছেন অস্বস্তিতেও। কিন্তু সাকিব যেন সবকিছুকে হার মানালেন। ব্যাট হাতে জ্বলে উঠলেন সাদা বলে বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফিকোয়াকে লং-অফ দিয়ে মারা ছয়ে অর্ধশতক হয়ে গেল তার। ৫০ বলেই ৫০ ছুঁয়ে ফেললেন সাকিব।

ওয়ানডে ক্যারিয়ারে সাকিবের এটি ৫০তম অর্ধশতক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয়। আদতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ওয়ানডেতেই অর্ধশতক করলেন সাকিব, যদিও সেটি প্রায় ৫ বছরের ব্যবধানে। সাকিবের মাইলফলকের পরের ওভারে ২০০ পূর্ণ হয়ে গেছে বাংলাদেশের। 

চতুর্থ উইকেট জুটিতে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে সাকিব দলকে নিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে। এদিকে এই দুই ব্যাটারের একশ রানের জুটিতে প্রোটিয়াদের তুলোধুনো করছেন টাইগার ব্যাটাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার ১ বলে ৩ উইকেটে ২২৩ রান বাংলাদেশের। সাকিব ৭০ ও ইয়াসির অপরাজিত আছেন ৪২ রানে।

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!