• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সমর্থকদের জন্য উয়েফার টিকিট ফ্রি


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ১০:৩৪ এএম
সমর্থকদের জন্য উয়েফার টিকিট ফ্রি

চলতি মৌসুমে ইউরোপের প্রতিযোগিতার ফাইনালিস্ট দলগুলোর সমর্থকদের জন‍্য ৩০ হাজার ফ্রি টিকিট দেবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা উয়েফা। কোভিড-১৯-এর ক্রান্তিকালে দলগুলোর প্রতি ভক্তদের সমর্থনের কৃতজ্ঞতাস্বরূপ এই উদ্যোগ নিয়েছে তারা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি জানিয়েছেন উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন। এই টিকিট পাবেন কেবল ক্লাবের সমর্থকরা। 

ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে এই টিকিট দেওয়া হবে না। গত দুই বছর মহামারির পরও সমর্থকরা যেভাবে ফুটবলকে ভালোবেসেছেন তার উপহার হিসেবে এই উদ্যোগ উয়েফার।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচটি ২০২২ সালের ২৮ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ক্রেস্তভস্কি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের দুই ফাইনালিস্ট দল পাঁচ হাজার করে টিকিট পাবে এবং ইউরোপা লিগের ফাইনালের দুই দল মিলিয়ে পাবে আট হাজার টিকিট। এছাড়া ইউরোপা কনফারেন্স লিগ এবং প্রমীলা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের জন্য বরাদ্দ থাকবে ছয় হাজার করে টিকিট।

Link copied!