• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শুরুর আগেই ছিটকে পড়লেন আল আমিন


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৭:০২ পিএম
শুরুর আগেই ছিটকে পড়লেন আল আমিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার সিলেট সানরাইজার্সে নাম লিখিয়েছিলেন পেসার আল আমিন হোসেন। তবে কোনো ম্যাচ না খেলেই ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি।

বিসিএল চলার সময় অনুশীলনে চোট পেয়েছিলেন আল আমিন। বিপিএলের শুরু থেকেই পুরনো আঙুলের চোটে ভুগছিলেন তিনি।

বিপিএলের অষ্টম এই আসরে সিলেট পর্বে তাকে পাওয়ার আশা করেছিল দলটি। তবে তার শারীরিক পরীক্ষার রিপোর্ট ভালো না আসায় সে ঝুঁকি নিচ্ছে না সিলেট।

আল আমিনের পরিবর্তে সিলেট দলে টেনেছে আলাউদ্দিন বাবুকে। সিলেটের টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে আল আমিনের ইনজুরি বাবুর জন্য সৌভাগ্য বয়ে এনেছে।

বাবু বিপিএলের ড্রাফটে থাকলেও তাকে নিতে কোনো দলই আগ্রহ দেখায়নি। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খেলোয়াড় এই পেসার ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৫ উইকেট পেয়েছেন।

Link copied!