প্রিমিয়ার লিগের ম্যাচে গত বুধবার রাতে অ্যানফিল্ডে লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। দলটিকে ৬-০ গোলে হারিয়েছে মোহামেদ সালাহরা।
সহজ প্রতিপক্ষের বিপক্ষে প্রথম থেকেই চাপ ধরে রেখে খেলতে থাকে লিভারপুল। ম্যাচের মাত্র ১৫ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন সালাহ। ডি-বক্সে সফরকারীদের ডিফেন্ডার স্টুয়ার্ট ডালাসের হাতে বল লাগার সুফল ভোগ করে লিভারপুল।
ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়েল মাতিপ। মাত্র পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে নেয় লিভারপুল। ডি-বক্সে সাদিও মানে ফাউলের শিকার হলে আবারও পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সালাহ ম্যাচের দ্বিতীয় গোলটি আদায় করে নেন।
দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে জর্ডান হেন্ডারসনের পাসে ব্যবধান আরও বাড়িয়ে নেন মানে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সেনেগালের এই ফরোয়ার্ড।
ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ে ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক গোল করে দলকে ৬-০ গোলের বড় জয়ে সহায়তা করেন।
লিগে ২৬ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৬০। শীর্ষ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তারা মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে।