• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

লিওঁর মাঠে পিএসজির কষ্টের ড্র


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ১০:৪৩ এএম
লিওঁর মাঠে পিএসজির কষ্টের ড্র

লিগ ওয়ানে ফর্মে থাকা পিএসজি প্রতিপক্ষ লিওঁর মাঠে কঠিন লড়াইয়ের পর পয়েন্ট অর্জনে সক্ষম হয়েছে। লুকাস পাকেতার সপ্তম মিনিটের স্ট্রাইকের সৌজন্যে স্বাগতিকরা তাদের লিড ধরে রেখেছিল, যতক্ষণ না বদলি খেলোয়াড় থিলো কেহেরার সমতা আনেন।

কিলিয়ান এমবাপে প্রতিপক্ষের গোলবারে একের পর এক আঘাত করেছিলেন, কিন্তু লিওঁ গোলকিপার অ্যান্থনি লোপেস তাকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন। 

লিওনেল মেসি পিএসজির চারজন খেলোয়াড়ের মধ্যে একজন যিনি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। তিনি সেরে উঠলেও এখনো মাঠে খেলার জন্য প্রস্তুত নন। ব্রাজিলিয়ান নেইমারও অনুপস্থিত ছিলেন। কারণ, তিনি গোড়ালির চোট থেকে এখনো সেরে ওঠেননি। এই চোট অন্তত আগামী তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে রাখতে পারে তাকে।

বারবার চেষ্টা করেও গোলের দেখা না পাওয়ায় পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল প্যারিসভিত্তিক ক্লাবটির। অবশেষে টি কেহেরার ৭৬ মিনিটের গোলটি পিএসজি শিবিরে স্বস্তি এনে দেয়। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!