বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে বিশ বছর আগে তো তিনি আর দশটা সাধারণ খেলোয়াড়ের মতোই ছিলেন। সম্প্রতি এই ফুটবলারের শৈশবের ক্লাবের ছবি সংবলিত এক স্টিকার নিলামে উঠেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে, সেই পোষ্টার ৬৯ লাখ টাকায় বিক্রিও হয়ে গেছে।
সদ্য বি দল থেকে মূল দলে যায়গা পেয়েছিলেন তিনি। স্পোর্টিং লিসবনের ২০০২-০৩ মৌসুমে তার ক্যারিয়ার শুরু হয়। এই ক্লাবে থাকতেই রোনালদো ইউরোপীয় ফুটবলের দৃশ্যপটে এসেছিলেন। সেই মৌসুমে স্পোর্টিং লিসবনের জার্সি গায়ে রোনালদোর এক ছবি দিয়ে ২০০টি স্টিকার বানিয়েছিল ইতালীয় প্রতিষ্ঠান পানিনি।
স্টিকারগুলোর মধ্যে হারিয়ে গেছে অনেকগুলো, কোনো কোনো স্টিকার আবার নষ্টও হয়ে গেছে। তাই প্রস্তুতকারক প্রতিষ্ঠান পানিনি এই স্টিকারটি নিলামে তোলার চিন্তা করে।
ইতালীয় প্রতিষ্ঠানটি জানাচ্ছে, এই স্টিকার সাকুল্যে বানানোই হয়েছিল ২০০টি। তবে বর্তমানে ২২টি স্টিকারই কেবল অবশিষ্ট আছে। আবার রোনালদো স্পোর্টিং লিসবনের হয়ে খুব বেশিদিন খেলতেও পারেননি তিনি। ফলে স্টিকারটি আরও দুর্লভ হয়ে গেছে। সে কারণেই মূলত এই স্টিকারের দাম রীতিমত আকাশ ছুঁয়ে গেছে।
রোনালদোর স্টিকারটি নিউজার্সিভিত্তিক নিলাম প্রতিষ্ঠান গোল্ডিন সম্প্রতি নিলামে তুলেছিল। স্টিকারটি ৬০ হাজার পাউন্ডে বিক্রিও হয়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ দাম পাওয়া স্টিকারটি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের দখলে। ১৯৫৭ সালে ছাপানো এই স্টিকার দাম পেয়েছে ৪ কোটি ৮৬ লাখ ডলার, বাংলাদেশি অর্থে যা ৪ কোটি ১৮ লাখ টাকা। পেলের স্টিকারটির পরের রেকর্ডটিতে রয়েছে সুইডিশ ফুটবলার ইব্রাহিমোভিচের নাম। মালমো এফসিতে খেলার সময়ে তৈরি করা তার সেই স্টিকার বিক্রি হয়েছিল ৩ লাখ ১২ হাজার ডলারে, বাংলাদশি টাকায় যা ২ কোটি ৬৮ লাখ টাকার সমান।