• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রিয়াল মাদ্রিদ শিবিরে করোনার আক্রমণ


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ১১:৫৬ এএম
রিয়াল মাদ্রিদ শিবিরে করোনার আক্রমণ

রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার দানি কারভাহাল কোভিড-১৯-এর পরীক্ষায় পজিটিভ হয়েছেন। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগেই দলের জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে এলো এই ডিফেন্ডারের করোনায় আক্রান্তের এই খবর।

ক্লাব নিশ্চিত করেছে, দানি কারভাহাল কোভিড-১৯-এর টিকাপ্রাপ্ত ছিলেন।

দলটি এখন সৌদিতে অবস্থান করছে। রিয়াল মাদ্রিদের একজন মুখপাত্র বলেছেন, ক্লাবটি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করছে। কী পদ্ধতি অনুসরণ করতে হবে, তা জানার বিষয়ে পরামর্শ করা হচ্ছে।

সৌদি আরবের কোভিড-১৯ প্রটোকলে পজিটিভ হওয়া যেকোনো ব্যক্তিকে ৭ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং সুস্থতা নিশ্চিত করার জন্য দুইবার পরীক্ষা করে নেগেটিভ হতে হবে।

সেমিফাইনালে অতিরিক্ত সময়ের পর প্রতিপক্ষ বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে রোববারের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল। স্প্যানিশ এফএ সভাপতি লুইস রুবিয়ালেস শুক্রবার (১৪ জানুয়ারি) নিশ্চিত করেছেন, টুর্নামেন্টে টিকাপ্রাপ্ত খেলোয়াড় নেই।

এদিকে ব্রাজিল কোচ তিতে বৃহস্পতিবার ঘোষণা করেছিলেন, তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার রেনান লোদিকে পরের দুটি বিশ্বকাপের  বাছাইপর্বের জন্য তার স্কোয়াড থেকে বাদ দিচ্ছেন। কারণ, খেলোয়াড় কোভিড-১৯ টিকার সম্পূর্ণ কোর্স গ্রহণ করেননি। লোদি মঙ্গলবার সৌদি আরবে প্রবেশ করেন এবং বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!